অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

বর্তমানে অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র। জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কিংবা নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার পরে, এখন পর্যন্ত স্মার্ট কার্ড হাতে না পেলে দুশ্চিন্তা করার কোন কারন নেই।

এখন থেকে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এই লেখাটিতে দেখানো হবে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে মাত্র ২ মিনিটে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন।

যারা এখনো নতুন ভোটার আইডি কার্ড পাননি তাদের জন্য একটি বড় সুখবর জানিয়েছেন NID অনুবিভাগ এর মহাপরিচালক – “ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম” তিনি এক প্রেস কনফারেন্সে জানান এখান থেকে অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র।

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

Nid card  অনুবিভাগের মহাপরিচালক জানান এখন থেকে যারা জাতীয় পরিচয় পত্র পান নাই বা ডুপ্লিকেট কপি সংগ্রহ করতে চান,  অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। আপনারা খুব সহজেই এখান থেকে nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড এর পাশাপাশি জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং রি-ইসু আবেদন জনিত সকল সেবা পাবেন। তিনি সর্বশেষ এই তথ্যটি গত ২৭ এপ্রিল ২০২০ সালে জানিয়েছেন।
এরপর থেকে খুব সহজেই আমরা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি nidw ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারি। পূর্বের ন্যায় নকল কপি সংগ্রহের জন্য নির্বাচন অফিসে গিয়ে ঝামেলা করতে হয় না। এই লেখাটিতে অনলাইন থেকে কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন খুব সহজে তা দেখানো হবে।
দেখুনঃ

অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

পূর্বে আমরা জেনেছি nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারব।অনলাইনে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য nidw ওয়েবসাইটে প্রবেশ করে, জাতীয় পরিচয় পত্র নাম্বার/ স্লিপ নাম্বার দিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিবেন। এরপরে Number & Face ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

পুনরায় nidw ওয়েবসাইটে লগইন পড়ে প্রোফাইল অপশন থেকে Download বাটনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে কি কি প্রয়োজন

অনলাইনে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য যা প্রয়োজন হবে সেগুলো হলঃ

  • জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা স্লিপ নাম্বার।
  • জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ।
  • একটি সচল মোবাইল নাম্বার।
  • ২টি ডিভাইস (প্রথমে একটি ডিভাইস থেকে nidw সকল প্রসেস সম্পূর্ণ করতে হবে পরবর্তীতে আরেকটি ডিভাইসের মাধ্যমে Face ভেরিফিকেশন করতে হবে)
  • ইন্টারনেট সংযোগ।
  • যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে চান তাকে উপস্থিত থাকতে হবে।

দেখুনঃ

জাতীয় পরিচয় পত্র ডাউনলোডের পদ্ধতি

অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরে যদি আপনার একাউন্ট করা থাকে সেক্ষেত্রে ভোটার আইডি নাম্বার/ স্লিপ নাম্বার, জন্ম তারিখ,পাসওয়ার্ড দিয়ে লগইন সম্পূর্ণ করুন।

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

  • যদি একাউন্ট করা না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন।

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

  • এরপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা স্লিপ নাম্বার প্রদান করে, ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ (দিন – মাস – বছর) ফরমেটে প্রদান করে, নিচে থাকা ক্যাপচাটি যথাযথভাবে পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
  1. ভোটার আইডি নাম্বার/ স্লিপ নাম্বার
  2. জন্ম তারিখ
  3. ভেরিফিকেশন ক্যাপচা কোড

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

  • এরপরে ভোটার আইডি কার্ড অনুযায়ী বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আবেদনের সময় দেওয়া বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করুন। (বিভাগ, জেলা, উপজেলা) প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

  • এরপরে এখানে একটি মোবাইল নাম্বার প্রদান করুন, অথবা অটোমেটিক ভাবে আবেদনের সময় দেওয়া মোবাইল নাম্বার বসানো থাকবে। OTP ভেরিফিকেশনের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।
  • কিছু সময়ের মধ্যে উপরে উল্লেখিত মোবাইল নাম্বারে একটি ৬ ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এসএমএসের মাধ্যমে আসবে, OTP পাসওয়ার্ড বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।

অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র

  • তারপরে আপনাদের সামনে উপরে ছবির মত একটি পেইজ আসবে, অন্য আরেকটি মোবাইল ফোন থেকে গুগল প্লেস্টোরে গিয়ে Nid Wallet অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
  • Nid Wallet অ্যাপসটি ডাউনলোড সম্পূর্ণ হলে, অ্যাপসে প্রবেশ করে QR কোডটি স্কান করে ডিভাইস ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

  • এরপরে ব্যক্তির Face ভেরিফিকেশন করতে হবে। ফেইস স্ক্যান করার জন্য Start Face Scan বাটনে চাপুন। এরপরে প্রথমে সোজাসুজি হয়ে চোখ ক্যামেরার দিকে রেখে, একবার ডানে মুখমন্ডল ঘুরিয়ে, পরবর্তীতে বামে মুখমন্ডল ঘুরিয়ে Face ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
  • পরবর্তীতে পূর্বের ডিভাইস থেকে Set Password অপশনে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে বসিয়ে দিন। পরবর্তীতে Nidw ওয়েবসাইটে login করার জন্য পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখুন।

লগইন সফল হলে পুনরায় Nidw ওয়েবসাইটে প্রবেশ করে ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট লগইন করুন। এখান থেকে প্রোফাইল অপশনে প্রবেশ করে “Download” বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র নাম্বার না থাকলে কি করবেন

বিশেষ করে নতুন ভোটারদের ক্ষেত্রে, যারা এখনো স্মার্ট কার্ড হাতে পাননি এবং এসএমএসের মাধ্যমে আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দেওয়া হয়নি আপনারাও চাইলে একই পদ্ধতিতে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

অনলাইন কপি সংগ্রহের জন্য শুধুমাত্র প্রথমে জাতীয় পরিচয় পত্র নাম্বার এর পরিবর্তে আপনাদের কাছে থাকা স্লিপ নাম্বারটি বসিয়ে দিবেন। ভোটার আইডি কার্ড নিবন্ধন আবেদনের পরে নির্বাচন অফিস থেকে আপনাকে একটি স্লিপ নাম্বার প্রদান করা হয়েছে। উক্ত স্লিপ নাম্বারটি প্রদান করে বাকি সব পদ্ধতি একই ভাবে সম্পূর্ণ করুন।

যদি আপনার স্লিপ নাম্বারটি হারিয়ে যায় তাহলে জরুরী ভিত্তিতে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, জিডি এর কপি নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *