ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করুন সহজে
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে তাগিদে আমাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়। এই লেখাটিতে জানানো হবে যেভাবে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করবেন অনলাইনের মাধ্যমে।
সাধারণত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনে আপনি শুধুমাত্র বর্তমান ঠিকানা পরিবর্তন তথা ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন। ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তনের পদ্ধতিকে ভোটার মাইগ্রেশন বলা হয়।
অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার পদ্ধতি অনেক সহজ। সাধারণত আমাদের বাসস্থান পরিবর্তন করলে, বিয়ের কারণে নিজ জেলা পরিবর্তন করলে, এছাড়াও অন্যান্য কারণে ভোটার এলাকা পরিবর্তন করা তথা ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়।
ভোটার আইডি কার্ড সংশোধনের পদ্ধতি
সাধারণত দুইটি পদ্ধতিতে ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন করা যায়। ১: ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন ফরম “ফরম ১৩” পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত করে নির্বাচন অফিসে জমা দিয়ে। ২: অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন সাবমিট করতে পারবেন।
ভোটার মাইগ্রেশন করতে কি কি প্রয়োজন
ভোটার মাইগ্রেশন করার জন্য ভোটার আইডি কার্ড সংশোধন ফরমের সাথে কিছু ডকুমেন্টস সংযুক্ত করার প্রয়োজন হবে। এছাড়াও ভোটার আইডি কার্ড সংশোধন ফরম পূরণ করার আগে নিচে উল্লেখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিবেন।
- যেই এলাকায় স্থানান্তর হবেন উক্ত এলাকার নাগরিক সনদপত্র।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি।
- এবং স্থানান্তর হওয়ার এলাকার জমির খতিয়ান/ পানির বিল/ বিদ্যুৎ বিল/ গ্যাস বিল/ ট্যাক্স রশিদ তথা ইউটিলিটি বিলের কপি।
- ফরম ১৩ – পূরণ করে ভোটার মাইগ্রেশন এর জন্য, উক্ত ফরমের দ্বিতীয় পৃষ্ঠায় স্থানান্তরিত এলাকার চেয়ারম্যান/ মেম্বার এর স্বাক্ষর ও সিল এবং ভোটার আইডি কার্ড নাম্বার সহ নাম।
এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য ডকুমেন্টস।
অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড সংশোধন
অনলাইনের মাধ্যমে শুধু ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানার বাসা, পোস্ট অফিস এবং পোস্ট কোড নাম্বার পরিবর্তন করতে পারবেন। Nidw ওয়েবসাইট থেকে যেভাবে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করবেন তা নিচে ধাপ অনুসারে দেখানো হলো।
ধাপ ১: Nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন
প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাকাউন্ট লগইন/ রেজিস্টার করুন। নতুন একাউন্ট রেজিস্টার করার জন্য জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিক, ব্যক্তির ফেইস ভেরিফিকেশন ইত্যাদি প্রয়োজন হবে।
গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ Nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার নিয়ম।
উপরে লিংক করা লেখাটি দেখে খুব সহজেই জাতীয় পরিচয় পত্র (Nidw) ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারবেন। এছাড়াও ওই লেখাটিতে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।
ধাপ ২: ঠিকানা সংশোধনের আবেদন পদ্ধতি
Nidw ওয়েবসাইটে লগইন করে আপনার প্রোফাইল অপশনে প্রবেশ করুন। যেহেতু জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা হবে সেহেতু “ঠিকানা” মেনুতে প্রবেশ করবেন। এরপরে উপরের ডান কর্নারে থাকা “এডিট” বাটনে ক্লিক করুন।
তারপরে যদি আপনি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান এক্ষেত্রে বর্তমান ঠিকানার পাশে থাকা ফাঁকা বক্সে টিক মার্ক করে দিবেন। একইভাবে যদি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান তাহলে স্থায়ী ঠিকানার পাশে থাকা ফাঁকা বক্সে টিক মার্ক করে দিয়ে সংশোধিত তথ্যগুলো লিখুন।
তথা আপনি জাতীয় পরিচয় পত্রের সংশোধিত আপনার বাসার ঠিকানা, পোস্ট অফিস ও পোস্ট অফিস নাম্বার এবং হোল্ডিং নাম্বার বসিয়ে দিয়ে Next (পরবর্তী) বাটনে ক্লিক করুন। এরপরে আপনার সংশোধিত তথ্য গুলোর পুনরূপ দেখাবে, সবকিছু ঠিক থাকলে পুনরায় Next (পরবর্তী) বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: সংশোধনী আবেদন ফি পরিশোধ
সংশোধনী তথ্য পূরণ করার পরে সরাসরি এখান থেকে অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সংশোধনী আবেদন ফি পরিশোধ করতে পারবেন। বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে সরাসরি Nidw ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সংশোধনী আবেদন ফি পরিশোধ করুন।
অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন ফি ২৩০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনের মাধ্যমে সংশোধনী আবেদন ফি পরিশোধ করে স্লিপ ডাউনলোড করে রাখবেন।
ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করুন
এখানে নতুন ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে ডকুমেন্টস এর ধরন সিলেক্ট করে, স্ক্যান করা ডকুমেন্টগুলো আপলোড করুন। ঠিকানা প্রমাণের জন্য আপলোড করা প্রমাণপত্রগুলো অবশ্যই ক্লিয়ার/ স্পষ্ট থাকতে হবে।
যথাযথভাবে প্রয়োজনীয় প্রমাণপত্রগুলো আপলোড করা হলে “সাবমিট” বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন আবেদন ফরমটি জমা করুন।
ফরম ১৩ পূরণ করে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন
যদি অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে “ফরম ১৩” সংগ্রহ করে অথবা ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
ফরম ১৩ ডাউনলোড করার জন্য “migration_form13” এখানে ক্লিক করুন। এরপরে এটি ডাউনলোড করে প্রিন্ট করে যথাক্রমে প্রাপক, আবেদনকারীর নাম ও আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ঠিকানার তথ্য এবং যে ঠিকানা স্থানান্তরিত হতে চান উত্তর ঠিকানার তথ্য প্রদান করুন।
অন্যান্য সকল তথ্যগুলো পূরণ করে, এর সাথে প্রমাণ পত্র হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংযুক্ত করে আপনার এলাকার উপজেলা নির্বাচন অফিসে জমা দিন।
এই লেখাটিতে যেভাবে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করবেন তা জানানো হয়েছে। লেখাটিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে অথবা ফরম ১৩ ডাউনলোড করে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন।