ভোটার আইডি কার্ড চেক | NID Card Check 2023
নতুন ভোটার নিবন্ধন আবেদন করেছেন এখন দেখতে চান আপনার ভোটার আইডি কার্ড কোন অবস্থায় আছে। তাহলে আপনাকে ভোটার আইডি কার্ড চেক করতে হবে।
এখন আপনি নিজেই আপনার নিজের NID Card চেক করতে পারবেন কারো সহায়তা ছাড়াই। এর জন্য আপনার একটি স্মার্টফোন অথবা কম্পিউটার থাকলেই চলবে।এছাড়া অনেক দিন আগে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন বর্তমানে জাতীয় পরিচয় পত্র কোন অবস্থায় আছে সেটি জানতে হলে অবশ্যই আপনাকে NID Card Check করতে হবে।
তাহলে চলুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র চেক করা যায় সেই বিষয়ে জেনে আসি।
NID Card check
আবেদনকৃত এনআইডি কার্ড যাচাই করার জন্য মোবাইল মেসেজ অপশন থেকে ( NID স্পেস Form No স্পেস Date Of Birth লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে। আপনার ন্যাশনাল আইডি কার্ড কমপ্লিট হয়ে গেলে ফিরতে এসএমএসের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর জানিয়ে দেয়া হবে।
ভোটার আইডি কার্ড চেক
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্মতারিখ প্রদান করুন। এরপরে ঠিকানা, মোবাইল নাম্বার , ফেস ভেরিফিকেশন করে খুব সহজে অনলাইনে এনআইডি কার্ড চেক করতে পারবেন।
NID কার্ড চেক অনলাইন
অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েব সিটে ভিজিট করতে হবে। এরপরে
- একাউন্ট রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র নম্বর/ফরম নম্বর এবং জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে একাউন্ট রেজিস্ট্রেশন প্রথম ধাপ সম্পন্ন করতে হবে।
- এরপরে স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করুন।
- তৃতীয় পর্যায়ে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।
- এরপরে NID Wallet অ্যাপস দিয়ে একটি QR Code স্ক্যান করতে হবে।
- এবং এরপরে ব্যক্তির সঠিক তথ্য প্রমাণের জন্য তাকে ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
- ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার পরে একটি স্ট্রং ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে লগইন করতে হবে।
- এরপরে NIDW ওয়েবসাইটে আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনার নাম ঠিকানা ও ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
আরো দেখুনঃ ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
নাম এবং ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
ldtax.gov.bd এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই নাম ও ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
- নাম ও ঠিকানা সহ জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে https://ldtax.gov.bd/citizen/register এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপরে নাগরিক কর্নার অপশনে ক্লিক করে নাগরিক নিবন্ধন ফরমে গিয়ে আপনার মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে।
- জাতীয় পরিচয় পত্র তথ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি OTP কোড আসবে। কোটি দিয়ে সাবমিট করতে হবে। এরপরে আপনার প্রোফাইলে গিয়ে নাম ও ঠিকানা সহ ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন।
- এবং চেক করা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
NID Number Check SMS Format
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড যাচাই করার জন্য আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে NID নম্বর স্পেস ফরম নম্বর স্পেস সঠিক জন্ম তারিখ টাইপ করে মেসেজ সেন্ড করুন ১০৫ নাম্বারে। আপনার ভোটার আইডি কার্ড নম্বর প্রস্তুত হয়ে গেলে ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনার আইডি নম্বর জানিয়ে দেয়া হবে।
আরো দেখুনঃ জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করুন অনলাইনে