ভোটার আইডি কার্ড ডাউনলোড |NID card Download
নতুন ভোটার নিবন্ধিত হওয়ার পরে অথবা ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই লেখাটিতে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে।
যারা নূতন ভোটার নিবন্ধিত হয়েছেন যদি আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড নাম্বার জানিয়ে দেওয়া হয় অথবা আপনার হাতে থাকা স্লিপ নাম্বারটি দিয়ে nidw অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড তথা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে একাউন্ট রেজিস্টার করুন। পরবর্তীতে স্লিপ নাম্বার অথবা NID নাম্বার প্রদান করে Face ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। এরপরে প্রোফাইলে গিয়ে Download বাটনে ক্লিক করুন।
যদি services.nidw.gov.bd এই ওয়েবসাইটে পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে পুনরায় একাউন্ট করার দরকার নেই। পূর্বে একাউন্টের জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ভোটার আইডি কার্ড ডাউনলোডের পূর্বশর্ত
আপনি অনলাইন থেকে শুধুমাত্র ১ বার সম্পূর্ণ ফ্রিতে NID কার্ড ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে ডাউনলোডের জন্য রি-ইসু আবেদন করতে হবে এবং যেকোনো একটি কারণ দেখিয়ে ২৩০ টাকা ফি পরিশোধের মাধ্যমে ডাউনলোড করতে হবে।
বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন স্মার্ট কার্ড এখনো হাতে পাননি তারা চাইলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি সকলের ফোনে এসএমএস এর মাধ্যমে NID নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে।
নেটওয়ার্ক জনিত কোন সমস্যার কারণে যদি আপনার ফোনে এসএমএস না আসে সেক্ষেত্রে আবেদনের পরে নির্বাচন অফিস থেকে প্রদানকৃত স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড তথা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোডের পদ্ধতি
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এর পরে আপনার হাতে থাকা জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ভোটার স্লিপ নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে অনলাইন থেকে আপনার NID Card Download করে নিন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার ভোটার আইডি কার্ড জনিত সকল তথ্য অনলাইন ডাটাবেজে সংরক্ষণ করে। আমরা যেকোন সময় চাইলে অনলাইন থেকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার আইডি কার্ড তথা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারব।
অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপ অনুসারে দেখানো হলো।
ধাপ ১ঃNidw অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে nidw.gov এই ওয়েবসাইটে একাউন্ট করতে হবে। জাতীয় পরিচয় পত্র এই লিংকে প্রবেশ করুন। নতুন একাউন্ট করার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন। যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
ধাপ২ঃ NID নাম্বার/ফ্রম নাম্বার এবং জন্ম তারিখ প্রদান
রেজিস্টার করুন বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট রেজিস্টার নামক একটি পেইজ ওপেন হবে এখানে প্রথমে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার প্রদান করুন। এরপরে ভোটার আইডি কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী জন্ম তারিখ পূরণ করুন।
পরবর্তীতে নিচে একটি ধোঁয়াচে ছবি দেখা যাবে এবং উক্ত ছবিতে একটি কোড নাম্বার দেয়া থাকবে যথাযথ কোডটি সংগ্রহ করে নিচের ফাঁকা ঘরে বসিয়ে দিন। পুনরায় তথ্যগুলো চেক করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
তথ্যপ্রদানঃ
- জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার।
- জন্ম তারিখ (দিন-মাস-বছর) ফরমেটে।
- সঠিকভাবে ক্যাপচা কোড পূরণ করুন।
ধাপ৩ঃবর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান
জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য অনুযায়ী এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তথ্য একই হয় সেক্ষেত্রে একই তথ্য দিয়ে উক্ত ফর্মটি পূরণ করবেন। যথাক্রমে তথ্যগুলো প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ৪ঃ স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্যপ্রদান
এই পর্যায়ে আপনাকে স্থায়ী এবং বর্তমান ঠিকানা(বিভাগ, জেলা, উপজেলা) প্রদান করতে হবে।
ধাপ৫ঃমোবাইল নাম্বার ভেরিফিকেশন
জাতীয় পরিচয়পত্রের আবেদনের সময় যেই নাম্বারটি প্রদান করেছিলেন সেটি অটোমেটিক এখানে চলে আসবে। উক্ত নাম্বারে OTP কোড প্রণয়নের মাধ্যমে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। OTP কোড প্রেরনের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।
যদি এখান থেকে নাম্বার পরিবর্তন করতে চান তাহলে “মোবাইল পরিবর্তন” বাটনে ক্লিক করুন। মোবাইল নাম্বার পরিবর্তন না করাই শ্রেয়।
বার্তা পাঠান বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে। যথাক্রমে উক্ত কোডটি বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।
ধাপ৬ঃNID Wallet অ্যাপস ডাউনলোড এবং ফেইস ভেরিফিকেশন
অ্যাকাউন্ট রেজিস্টার এর সর্বশেষ ধাপ। আপনার মোবাইল ফোনে NID Wallet নামক একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে পরবর্তীতে ডান সাইডে থাকা QR কোডটি স্ক্যান করুন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে NID Wallet অ্যাপসটি ডাউনলোড করুন।
অ্যাপসটি আপনার মোবাইল ফোন থেকে ওপেন করে QR কোডটি স্ক্যান করুন।
QR কোডটি স্ক্যান করার পরে যে ব্যক্তির NID কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তার ফেইস ভেরিফিকেশন করতে হবে।
যথাক্রমেঃ
- প্রথমে সোজাসুজি ভাবে ফেইস স্ক্যান করুন।
- এরপরে ডানদিকে ঘুরে ফেইস স্ক্যান করুন।
- সর্বশেষ বাম দিকে ঘুরে ফেইস স্ক্যান করুন।
সফলভাবে আপনার ফেইস ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পুনরায় পূর্বের স্ক্রিনে ফিরে যান।
ধাপ৭ঃপাসওয়ার্ড সেট করুন
এই ধাপ থেকে আপনাকে nidw একাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে অথবা আপনারা চাইলে এড়িয়ে যেতে পারেন। পরবর্তীতে লগইন করার জন্য পাসওয়ার্ড সেট করা উত্তম।
“সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করে সুন্দর একটি পাসওয়ার্ড সেট করে দিবেন অথবা পরে ধাপে যাওয়ার জন্য এড়িয়ে যান বাটনে ক্লিক করুন।
ধাপ৮ঃজাতীয় পরিচয় পত্র ডাউনলোড
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য নিচে থাকা “ডাউনলোড” বাটনে ক্লিক করুন। পিডিএফ ফাইল আকারে আপনার ডিভাইসে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড হবে পরবর্তীতে এটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র নাম্বার এর জায়গায় আপনার স্লিপ নাম্বারটি বসিয়ে দিবেন। https://services.nidw.gov.bd/ অফিসিয়াল ওয়েবসাইট থেকে একই পদ্ধতিতে অ্যাকাউন্ট রেজিস্টার এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
বিশেষ করে যারা নতুন ভোটার হবার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যদি আপনারা এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার না পেয়ে থাকেন তাহলে স্লিপ নাম্বার দিয়ে একই পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
ভোটার আইডি কার্ড নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ হারিয়ে যাওয়ার আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধন আবেদন করতে হবে।
প্রশ্নঃ আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কি?
উত্তরঃ আইডি কার্ড হারিয়ে গেলে প্রথমে আপনাকে হারানো আইডি কাটার জন্য থানায় জিডি করতে হবে। এরপরে অনলাইন থেকে পুনরায় মুদ্রণের বাড়ি সুর জন্য আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এরপর অনলাইন থেকে আপনার হারানো আইডি কার্ড এর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
প্রশ্নঃ পরিচয় পত্র নম্বর ১৩ আবার কারো 17 কেন?
২০০৮ এর পরে যত আইডি কার্ড প্রিন্ট করা হচ্ছে পুনঃ তৈরি হচ্ছে সে সকল কার্ডের নম্বর ১৭ মিনিট হয়ে থাকে।
প্রশ্নঃ অনলাইন থেকে কয়বার আইডি কার্ড ডাউনলোড করা যায়?
উত্তরঃঅনলাইন থেকে আপনি ১ বার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
প্রশ্নঃNID করতে কি কি লাগে?
উত্তরঃ NID কাঠ করতে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, মা-বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি , এস এস সি অথবা সম্মান পরীক্ষার সার্টিফিকেট যদি থাক্ ইউটিলিটি বিলের কাগজ(গ্যাস, পানি , বিদ্যুৎ বিলের কাগজ ইত্যাদ),।দেখুন ভোটার আইডি কার্ড করতে কি কি লাগে
One Comment