ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে জানতে চান? তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন|এছাড়াও আরো অনেকে জানতে চেয়েছেন নতুন জাতীয় পরিচয় পত্র করতে সরকারি খরচ কত| এসব প্রশ্ন নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে|
একটি NID Card প্রক্রিয়া করার পর থেকে ডাউনলোড প্রিন্ট এবং লেমিনেটিং করা পর্যন্ত সর্বোচ্চ 8 থেকে 10 টাকা খরচ হয়| মোটকথা ভোটার আইডি কার্ড করতে সরকারিভাবে কোন খরচের দরকার হয় না| তবে সরকারিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা খরচ হয়| 200 টাকা সংশোধন ফ্রি এবং এর উপর আরো 15% ভ্যাট ধার্য করা হয় ৩০ টাকা| এবং অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে ফি ১১৫ টাকা|
ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড করতে কোন প্রকার টাকা লাগেনা| তবে আপনি যদি কোন কম্পিউটারের দোকানে গিয়ে ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেন তাহলে আপনার 50 থেকে 100 টাকা খরচ হতে পারে|এই ৫০/১০০ টাকা মূলত কম্পিউটার দোকানদারের আবেদনের পারিশ্রমিক|
একটি স্মার্ট কার্ড তৈরি করতে nid প্রক্রিয়া থেকে শুরু করে ডাউনলোড প্রিন্টিং এবং লেমিনেটিং করতে 8 থেকে 10 টাকা খরচ হতে পারে| এর বাহিরে আর কোন খরচ নেই|
তবে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান সে ক্ষেত্রে আপনাকে সরকারি ফি দিতে হবে| ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা খরচ হয়| 200 টাকা হল সরকারি ফি এবং এর উপর ১৫ পার্সেন্ট ভ্যাট ৩০ টাকা|
এবং NID card এর অন্যান্য তথ্য সংশোধন করার ক্ষেত্রে ১১৫ টাকা ফি ধার্য করা হয়েছে| ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে নিচে বিস্তারিত আলোচনা করা হলো|
পড়ুনঃ
ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত
ভোটার আইডি কার্ড সংশোধন করতে সরকারি ভাবে যে ফ্রি পরিশোধ করতে হয় নিচে উল্লেখ করা হলো|
(সংশোধনের ধরন) | সংশোধন ফি |
1)এনআইডি কার্ডের তথ্য সংশোধন | 230 টাকা |
2)ভোটার আইডি কার্ড অন্যান্য তথ্য সংশোধন | 115 টাকা |
3) এবং উভয় তথ্য সংশোধনের ক্ষেত্রে | ৩৪৫ টাকা |
4)ভোটার আইডি রিইস্যু (সাধারণ) | ৩৪৫ টাকা |
5)এবং ভোটার আইডি রিইস্যু (জরুরী ক্ষেত্রে) | ৫৭৫ টাকা |
ভোটার আইডি কার্ড নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃজাতীয় পরিচয় পত্র করতে কি কি প্রয়োজন?
উত্তরঃ নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজন যেমন অনলাইন জন্ম নিবন্ধন, এসএসসি অথবা সম্মেলন পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে), পিতা-মাতার NID কার্ডের কপি, লিটি বিলের কাগজ, গ্যাস, পানি, বিদ্যুৎ কাগজ| এবং বিবাহিত হলে স্বামী-স্ত্রীর এনআইডি কার্ড এর ফটোকপি|
প্রশ্নঃ নতুন ভোটার আইডি কার্ড কিভাবে বের করব?
উত্তরঃ নতুন ভোটার আইডি কার্ড বের করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে একাউন্ট রেজিস্ট্রেশন, , স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রোফাইলে গিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|
প্রশ্নঃ ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে কত টাকা লাগে?
উত্তরঃ ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে| ফ্রি ২০০ টাকা এবং 15% ভ্যাট ৩০ টাকা|
প্রশ্নঃ NID কার্ড এ স্বামীর নাম সংশোধন করতে কি কি লাগে?
উত্তরঃ ভোটার আইডি কার্ড স্বামীর স্ত্রীর নাম সংশোধন করতে কাবিননামা অথবা বিবাহের ডকুমেন্টস এবং স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে| এছাড়া সাধারণত ভোটার আইডি কার্ড সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে তা এর সাথে এড করে দিতে হবে|
প্রশ্নঃ ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে?
উত্তরঃ স্মার্ট কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সম্মান পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে), পিতা-মাতার জন্ম নিবন্ধন , মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি ইত্যাদি|
প্রশ্নঃআমি যথাসময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি|এখন কি করা যাবে?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে যথাযথ কারণ পূর্বক আবেদন করতে পারেন|
প্রশ্নঃভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে?
উত্তরঃ হ্যাঁ |এন আইডি কার্ড না থাকলে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন|
One Comment