ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে জানতে চান? তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন|এছাড়াও আরো অনেকে জানতে চেয়েছেন নতুন জাতীয় পরিচয় পত্র করতে সরকারি খরচ কত| এসব প্রশ্ন নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে|

একটি NID Card প্রক্রিয়া করার পর থেকে ডাউনলোড প্রিন্ট এবং লেমিনেটিং করা পর্যন্ত সর্বোচ্চ 8 থেকে 10 টাকা খরচ হয়| মোটকথা ভোটার আইডি কার্ড করতে সরকারিভাবে কোন খরচের দরকার হয় না| তবে সরকারিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা খরচ হয়| 200 টাকা সংশোধন ফ্রি এবং এর উপর আরো 15% ভ্যাট ধার্য করা হয় ৩০ টাকা| এবং অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে ফি ১১৫ টাকা|

ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে

ভোটার আইডি কার্ড করতে কোন প্রকার টাকা লাগেনা| তবে আপনি যদি কোন কম্পিউটারের দোকানে গিয়ে ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেন তাহলে আপনার 50 থেকে 100 টাকা খরচ হতে পারে|এই ৫০/১০০ টাকা মূলত কম্পিউটার দোকানদারের আবেদনের পারিশ্রমিক|

একটি স্মার্ট কার্ড তৈরি করতে nid প্রক্রিয়া থেকে শুরু করে ডাউনলোড প্রিন্টিং এবং লেমিনেটিং করতে 8 থেকে 10 টাকা খরচ হতে পারে| এর বাহিরে আর কোন খরচ নেই|

তবে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান সে ক্ষেত্রে আপনাকে সরকারি ফি দিতে হবে| ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা খরচ হয়| 200 টাকা হল সরকারি ফি এবং এর উপর ১৫ পার্সেন্ট ভ্যাট ৩০ টাকা|

এবং NID card এর অন্যান্য তথ্য সংশোধন করার ক্ষেত্রে ১১৫ টাকা ফি ধার্য করা হয়েছে| ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে নিচে বিস্তারিত আলোচনা করা হলো|
পড়ুনঃ

ভোটার আইডি কার্ড সংশোধন ফি কত

ভোটার আইডি কার্ড সংশোধন করতে সরকারি ভাবে যে ফ্রি পরিশোধ করতে হয় নিচে উল্লেখ করা হলো|

(সংশোধনের ধরন) সংশোধন ফি
1)এনআইডি কার্ডের তথ্য সংশোধন 230 টাকা
2)ভোটার আইডি কার্ড অন্যান্য তথ্য সংশোধন 115 টাকা
3) এবং উভয় তথ্য সংশোধনের ক্ষেত্রে ৩৪৫ টাকা
4)ভোটার আইডি রিইস্যু (সাধারণ) ৩৪৫ টাকা
5)এবং ভোটার আইডি রিইস্যু (জরুরী ক্ষেত্রে) ৫৭৫ টাকা

ভোটার আইডি কার্ড নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃজাতীয় পরিচয় পত্র করতে কি কি প্রয়োজন?

উত্তরঃ নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজন যেমন অনলাইন জন্ম নিবন্ধন, এসএসসি অথবা সম্মেলন পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে), পিতা-মাতার NID কার্ডের কপি, লিটি বিলের কাগজ, গ্যাস, পানি, বিদ্যুৎ কাগজ| এবং বিবাহিত হলে স্বামী-স্ত্রীর এনআইডি কার্ড এর ফটোকপি|

প্রশ্নঃ নতুন ভোটার আইডি কার্ড কিভাবে বের করব?

উত্তরঃ নতুন ভোটার আইডি কার্ড বের করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে একাউন্ট রেজিস্ট্রেশন, , স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রোফাইলে গিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন|

প্রশ্নঃ ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে কত টাকা লাগে?

উত্তরঃ ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে| ফ্রি ২০০ টাকা এবং 15% ভ্যাট ৩০ টাকা|

প্রশ্নঃ NID কার্ড এ স্বামীর নাম সংশোধন করতে কি কি লাগে?

উত্তরঃ ভোটার আইডি কার্ড স্বামীর স্ত্রীর নাম সংশোধন করতে কাবিননামা অথবা বিবাহের ডকুমেন্টস এবং স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে| এছাড়া সাধারণত ভোটার আইডি কার্ড সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে তা এর সাথে এড করে দিতে হবে|

প্রশ্নঃ ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে?

উত্তরঃ স্মার্ট কার্ডের জন্ম তারিখ সংশোধন করতে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সম্মান পরীক্ষার সার্টিফিকেট (যদি থাকে), পিতা-মাতার জন্ম নিবন্ধন , মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি ইত্যাদি|

প্রশ্নঃআমি যথাসময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি|এখন কি করা যাবে?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে যথাযথ কারণ পূর্বক আবেদন করতে পারেন|

প্রশ্নঃভোটার আইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে?

উত্তরঃ হ্যাঁ |এন আইডি কার্ড না থাকলে আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন|

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *