জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার প্রয়োজন হতে পারে। ইন্টারনেট ব্যবহার করে কিভাবে আপনি নিজে থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসন্ধান করবেন সে সম্পর্কে জানুন।
আমাদের ব্যক্তিজীবনে চলাচলের পথে জাতীয় পরিচয় পত্র নাগরিক পরিচয় হিসেবে ব্যবহৃত হয়। একজন নাগরিকের বয়স ১৮ বছর হলে তথা ওই নাগরিক পূর্ণবয়স্ক হলে তাকে জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ড প্রদান করা হয়।
বিশেষ করে নতুন ভোটারদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার প্রয়োজন হয়। এছাড়াও অনেক সময় অনেকে জাতীয় পরিচয় পত্রের সত্যতা যাচাই করার জন্য অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসন্ধান করার প্রয়োজন হয়।
কিভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করবেন, এই সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য https://ldtax.gov.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে পারব।
এছাড়াও আরো দুটি উপায়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করতে পারব। আপনাদের সুবিধার্থে এই লেখাটিতে মোট ৩টি উপায়ে জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হলো।
- ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
- জাতীয় পরিচয় পত্র (Nidw) অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
- ১০৫ নাম্বারে এসএমএস প্রেরণ করে।
গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার কারণে সাধারণ জনগণ ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ ছাড়া কোনভাবে ভোটার তথ্য যাচাই করতে পারবেনা।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য কি কি প্রয়োজন?
অনলাইনে কিংবা এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের যেকোনো তথ্য অনুসন্ধান করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপন করতে হবে। জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য যা প্রয়োজন হবেঃ
- ইন্টারনেট কানেকশন আছে এমন একটি মোবাইল ডিভাইস।
- Nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসন্ধান করতে হলে ভেরিফিকেশন প্রয়োজনীয়তায় দুটি স্মার্ট ফোন প্রয়োজন হবে।
- জাতীয় পরিচয় পত্র নাম্বার।
- জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ।
- জাতীয় পরিচয় পত্রের মালিকানা যাচাইয়ের জন্য ব্যক্তির উপস্থিতি।
- একটি সচল মোবাইল নাম্বার।
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করার জন্য ldtax.gov.bd এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপরে “নাগরিক কর্নার” মেনুতে প্রবেশ করুন।
অথবা সরাসরি নাগরিক কর্নার মেনুতে প্রবেশ করতে https://ldtax.gov.bd/citizen/register এই লিংকে ক্লিক করুন। এরপরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম পেইজ থেকে নাগরিক নিবন্ধন অপশনে গিয়ে একটি মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ বসিয়ে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন।
- একটি সচল মোবাইল নাম্বার বসান, নিবন্ধন সম্পর্কিত কোন ঝামেলা হলে উক্ত নাম্বারে ওটিপি পাঠানো হবে।
- আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার বসিয়ে দিন।
- আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ দিন, মাস, বছর ফরমেটে সিলেক্ট করুন।
- এরপরে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন।
এরপরে আপনাদের ডিভাইসের স্কিনে উক্ত ব্যক্তির নাম, ভোটার আইডি নাম্বার, ঠিকানা ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
Nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের তথ্য অনুসন্ধান | জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
Nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের তথ্য অনুসন্ধানের পাশাপাশি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন তবে এই পদ্ধতিতে ভোটার আইডি কার্ডের তথ্য অনুসন্ধান একটু জটিল। সম্পূর্ণ প্রক্রিয়া নিচে দেখানো হলো।
- প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে প্রবেশ করে আপনার অ্যাকাউন্ট লগইন করুন, যদি একাউন্ট করা না থাকে সেক্ষেত্রে “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন।
- এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার/ ফরম নাম্বার, জন্ম তারিখ বসিয়ে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
- এরপরে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
- তারপরে একটি মোবাইল নাম্বার বসিয়ে OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন, কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল নাম্বারে ৬ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। কোডটি বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।
- এরপরে আপনাদের সামনে একটি QR কোড আসবে।
- অন্য একটি ডিভাইস থেকে গুগল প্লেস্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে Nid Wallet অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে অন্য ডিভাইসে থাকা QR কোডটি স্ক্যান করুন।
- এরপরে Face Verification করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করে প্রথমে সোজাসুজি মুখমণ্ডল রেখে ক্যামেরার দিকে চোখ দিয়ে, এরপরে একবার ডানে এবং একবার বামে মুখমন্ডল ঘুরিয়ে Face Verification সম্পূর্ণ করুন।
- পুনরায় পূর্বের ডিভাইসে ফিরে গিয়ে “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড বসিয়ে দিন। পরবর্তীতে লগইন করার জন্য পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন।
- এরপরে একাউন্ট অপশনে প্রবেশ করে প্রোফাইলের নিচে থাকা “ডাউনলোড” বাটনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্র পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন।
এবং এই পিডিএফ ফাইল থেকে আপনারা জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পাবেন, এছাড়াও চাইলে এটিকে প্রিন্ট করে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি হিসেবে ব্যবহার করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID এরপরে স্পেস দিয়ে Form Number অথবা NID Number বসিয়ে স্পেস দিয়ে জন্ম তারিখ (dd-mm-yyyy) ফরমেটে বসিয়ে ১০৫ নাম্বারে এসএমএস সেন্ড করুন।
কিছু সময় পরে ফিরতি এসএমএস এ জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং কিছু তথ্য জানানো হবে। তবে অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে এসএমএস পাওয়া যায় না। তাই আপনারা উপরে দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য দেখে নিতে পারবেন।
এসএমএস ফরমেটঃ NID<Space>FORM NO/NID NO<Space>DD-MM-YYYY এসএমএস পাঠাবেনঃ ১০৫ নাম্বারে।
প্রিয় পাঠকবৃন্দ, এই ৩টি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনি নিজে জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুসন্ধান করতে পারবেন।