NID Wallet কি কিভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন দেখে নিন

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করা থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্রের প্রায় সব ধরনের সেবা নিতে NID Wallet দিয়ে ফেস ভেরিফিকেশন করতে হয়।

এছাড়া এই এনআইডি ওয়ালেট হচ্ছে নির্বাচন কমিশনার একটি নিজস্ব অ্যাপস। কিভাবে NID wallet অ্যাপস টি দিয়ে জাতীয় পরিচয় পত্রের সকল সেবা নিতে পারেন সে বিষয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

NID Wallet কি?

NID wallet হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি নিজস্ব মোবাইল অ্যাপস। মূলত এনআইডি কোয়ালিটি আমরা ভোটার আইডি কার্ডের সেবা নিতে রেজিস্ট্রেশন করার সময় ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করে থাকে।

তবে বর্তমানে শুধু এটি ফেজ ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। NID wallet এর ব্যবহার ভবিষ্যতে আরো বাড়াবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া এই অ্যাপসটি একজন নাগরিকের ব্যক্তিগত তথ্য সে নিজে ছাড়া যাতে অন্য কেউ দেখতে না পায় এর জন্য মূলত এনআইডি ওয়ালেট টি ফেস ভেরিফিকেশনের জন্য চালু করা হয়েছে।

NID wallet কিভাবে ডাউনলোড করবেন

ভেজ ভেরিফিকেশনের জন্য এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ করুন।

NID Wallet কি কিভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন দেখে নিন

সার্চ করার সাথে সাথে উপরের ছবির মত এই অ্যাপসটি চলে আসবে। এরপর ইন্সটল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি ওয়ালেট একটি ডাউনলোড হয়ে যাবে।

এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম

NID card এর যেকোনো সেবা নিতে এনআইডি ওয়ালেট ব্যবহার করতে হয়। ভোটার আইডি কার্ড ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র সংশোধন, এছাড়া এনআইডি রি-ইসুর ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করা হয়।

 

NID Wallet কি কিভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেন দেখে নিন

জাতীয় পরিচয়পত্রের যেকোন সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের একপর্যায়ে আপনাকে ফেজ ভেরিফিকেশনের জন্য বলা হবে।

  • ফেস ভেরিফিকেশন এর জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
  • এরপরে ফেস ভেরিফিকেশন করার জন্য Start Face Verification বাটনে ক্লিক করে এন আই ডি অ্যাকাউন্ট থেকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
  • এরপরে আপনার সামনে একটি ক্যামেরা ওপেন হবে।ক্যামেরাটি ওপেন হওয়ার পরে মুখমণ্ডল সোজাসুজি একবার ডানে এবং একবার বামে চোখের পলক ফেলে ভেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
  • ফেসবু ভেরিফিকেশন সম্পন্ন হলে পুনরায় আপনাকে এনআইডি একাউন্টে নিয়ে যাওয়া হবে।

NID wallet কাজ কি?

NIDW ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড ডাউনলোড ও জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ব্যক্তির নিরাপত্তার দেয়ার জন্য এনআইডি ওয়ালেট টি ব্যবহার করা হয়। এছাড়া এই অ্যাপসটি ব্যবহারের ফলে এক ব্যক্তির একাউন্টে অন্য ব্যক্তি ঢুকতে পারবে না। একাউন্টে প্রবেশ করতে হলে অবশ্যই সেই ব্যক্তির ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *