স্মার্ট কার্ড কিভাবে পাবো ( নতুন নিয়ম)

অনেকেই অনলাইনের মাধ্যমে জানতে চান স্মার্ট কার্ড/ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে অথবা নতুন আবেদনের পরে স্মার্ট কার্ড কিভাবে পাবো ?

বর্তমানে সারাদেশে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি চালু আছে। ২০২১ সালে যারা নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করছিলেন তাদের কাছে স্মার্ট কার্ড গুলো পৌঁছে দেওয়া হচ্ছে। স্মার্ট কার্ডের আবেদনের সময় দেওয়া নাম্বারে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণের সময় ও স্থান জানিয়ে দেওয়া হয়।

প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ নাগরিকদের সকল তথ্য অনলাইন ডাটাবেজে সংগ্রহ করা হয়। আপনারা যদি ২০২২ সালে নুতন ভোটারের জন্য আবেদন করেন বা ২০২১ সালে আবেদন করেছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড তথা স্মার্ট কার্ড হাতে পাননি।

তাহলে আপনারা অনলাইন থেকে স্মার্ট কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারেন এবং আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো

মূলত দুইভাবে স্মার্ট কার্ড পেতে পারেন ১: সরাসরি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে ২: ইন্টারনেটের মাধ্যমে ভোটার আইডি কার্ড তথা স্মার্ট কার্ডের অনলাইন কপি সংগ্রহ করে।

২০২১-২০২২ সালে যারা নতুন ভোটার হবার জন্য আবেদন করেছেন তাদের স্মার্ট কার্ড হস্তান্তর কর্মসূচি ইতিমধ্যে চালু হওয়ার কথা। কিছু কিছু নির্দিষ্ট জেলায় এটি চালু হয়েছে। সারা বাংলাদেশে এখন পর্যন্ত স্মার্ট কার্ড হস্তান্তর কর্মসূচি চালু হয়নি।

তাই আপনারা যদি জরুরী ভিত্তিতে স্মার্ট কার্ড তথা ভোটার আইডি কার্ড পেতে চান তাহলে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড আসার পরে, ভোটার নিবন্ধনের সময় দেওয়া নাম্বার SMS এর মাধ্যমে আইডি কার্ড সংগ্রহের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে। উক্ত তারিখে সঠিক স্থানে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন।

অনলাইনের মাধ্যমে আইডি কার্ড পাওয়ার নিয়ম

অনলাইন থেকে আপনাকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে হবে। nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে লগইন করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

ভোটার আইডি কার্ড নিবন্ধন করার কিছুদিন পরে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময় নেটওয়ার্কজনিত সমস্যার কারণে এসএমএস সঠিকভাবে আসে না সেক্ষেত্রে আপনারা ফর্ম নাম্বার দিয়েও জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোডের পদ্ধতি

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রর সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।যদি পূর্বে একাউন্ট করা থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র নাম্বার/ ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট লগইন করে নিন।

ধাপ : নতুন একাউন্ট করার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফরম নাম্বার প্রদান করুন। জাতীয় পরিচয় পত্র আবেদনের পরে একটি ফরম/ স্লিপ নাম্বার প্রদান করা হয়।

স্মার্ট কার্ড কিভাবে পাবো ( নতুন নিয়ম)

এরপরে ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী জন্ম তারিখ বসিয়ে দিন। নিচে থাকা human ভেরিফিকেশন ক্যাপচাটি পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।

ধাপ : এরপরে ভোটার আইডি কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা (জেলা, উপজেলা, বিভাগ) নির্বাচন করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো ( নতুন নিয়ম)

 

ধাপ : এরপরে অটোমেটিক একটি মোবাইল নাম্বার বসানো থাকবে, যদি কোন নাম্বার না বসানো থাকে সেক্ষেত্রে নতুন একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো ( নতুন নিয়ম)

অল্প কিছু সময়ের মধ্যে আপনার দেওয়া নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে, উক্ত পাসওয়ার্ডটি বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।

ধাপ : এরপরে গুগল প্লেস্টোর থেকে অন্য একটি ডিভাইসে NID Wallet নামক একটি অ্যাপস ডাউনলোড করতে। অ্যাপস টি ডাউনলোড সম্পূর্ণ হলে, NID Wallet অ্যাপসে প্রবেশ করে প্রথম ডিভাইসে দেখানো QR কোডটি স্ক্যান করুন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো

ধাপ : এরপরে NID Wallet অ্যাপসে একটি ক্যামেরা ওপেন হবে, এখানে আপনার Face Verification করতে হবে। প্রথমে সোজাসুজি, এরপরে ডানে, এরপরে বামে ঘুরে Face Verification সম্পূর্ণ করুন।

ধাপ : তারপরে পূর্বের ডিভাইসে সেট পাসওয়ার্ড নামক একটি পেইজ ওপেন হবে। এখান থেকে পরবর্তীতে লগইন করার জন্য একটি পাসওয়ার্ড সেট করে “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করুন।

ধাপ : অটোমেটিক ভাবে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে (nidw) লগইন হয়ে যাবে। এখান থেকে প্রোফাইলের নিচে থাকা “ডাউনলোড” বাটনে ক্লিক করে আপনাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে পাবো

যদি অটোমেটিক ভাবে আপনাদের ওয়েবসাইটের লগইন না হয় সেক্ষেত্রে পুনরায় services.nidw.gov.bd এই লিংকে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।

গুরুত্বপূর্ণ তথ্যঃ জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা স্লিপ নাম্বার দেয়ার পরে যদি (Error / কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি) দেখায় তাহলে বুঝে নিতে হবে আপনার স্মার্ট কার্ডটি এখনও রেডি হয়নি। কিছুদিন পরে পুনরায় একই পদ্ধতিতে যাচাই করতে পারেন।

এসএমএস এর মাধ্যমে দেখুন | স্মার্ট কার্ড কিভাবে পাবো

এসএমএসের মাধ্যমে কিভাবে স্মার্ট কার্ড পাবেন? এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড পাওয়ার কোন উপায় নেই, তবে এসএমএস এর মাধ্যমে কবে আপনার স্মার্ট কার্ডটি ডেলিভারি দেওয়া হবে এ সম্পর্কে তথ্য জানতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড দেখার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC এরপরে NID লিখে স্পেস দিয়ে আপনার ১৭ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফরম নাম্বার বসিয়ে দিন।

যদি আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার ১৩ ডিজিটের হয় সেক্ষেত্রে, আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এর পূর্বে জন্ম সাল বসিয়ে দিন। যেমনঃ 1993(জন্ম সাল) – 0123456789123(স্মার্ট কার্ড নাম্বার) = 19930123456789123

এরপরে এসএমএসটি 105 নাম্বারে পাঠিয়ে দিন। ২৪ ঘন্টার মধ্যে ফিরতি এসএমএস এ আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস ও বিতরণের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এসএমএস ফরমেটঃ SC NID 19930123456789123

105 নাম্বারে যেকোনো অপারেটর থেকে এসএমএস পাঠাতে পারবেন। অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ফিরতি এসএমএস পাওয়া যায় না। এ ধরনের কোন ঝামেলার সম্মুখীন হলে পুনরায় ট্রাই করতে পারেন।

স্মার্ট কার্ড নিয়ে কিছু তথ্য

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *