স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম(সেরা দুই উপায়ে)

জানুন কিভাবে অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন| কিভাবে খুব সহজভাবে অনলাইনে Smart card check চেক করবেন এই পোস্ট থেকে জানতে পারবেন|

এছাড়াও আরো অনেকে জানতে চেয়েছেন আমার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা কিভাবে চেক করব| অথবা আমার স্মার্ট কার্ড হয়ে থাকলে কিভাবে আমি অনলাইন থেকে সেটি ডাউনলোড করতে পারব|

অনলাইনে Smart card চেক করতে পারবেন কিন্তু স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন না| কেননা অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না| তবে নির্বাচন কমিশন অফিস থেকে আপনি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন|

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করব| অনলাইনে ভোটার আইডি কার্ড স্ট্যাটাস চেক করা খুবই সহজ| আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে ঘরে বসে নিজে নিজেই স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন |

সাধারণত আমরা দুটি উপায়ে এ স্মার্ট কার্ড চেক করতে পারি যেমন

  1. অনলাইন স্মার্ট কার্ড চেক
  2. এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

Smart card status check করার জন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে| এরপরে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ ও একটি ক্যাপচা পূরণ করে সাবমিট করলে আপনার স্মার্ট কার্ড চেক করতে পারবেন|

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইটে| তারপরে জাতীয় পরিচয় পত্র/ফরম নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন| এবং সর্বশেষ ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে  Smart Nid status দেখতে পাবেন|

  • Smart card  stutas চেক করার জন্য ভিসিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে অথবা এখানে ক্লিক করুন| ক্লিক করার পরে নিচের মত একটি পেজ আসবে|

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

 

  • এরপরে এখানে প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর/ফরম নম্বর প্রদান করুন| (ফর্ম নম্বর হলো যখন আপনি নতুন করে ভোটার নিবন্ধনে নাম লিখেছিলেন তখন আপনাকে যে একটি স্লিপ দেয়া হয়েছিল সেই সিলেটের নাম্বার এই হল মূলত ফরম নম্বর|)
  • দ্বিতীয় ঘরে সঠিকভাবে জন্ম তারিখ প্রদান করতে হবে|
  • এবং তৃতীয় ঘরে জল ছাপার মধ্যে একটি কোড দেখাবে এটি  টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন| সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন|

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

এখানে যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে Smart card  উপরের ছবির মত কমপ্লিট দেখাবে| এবং আপনার স্মার্ট কার্ড যদি এখানে তৈরি হয়ে না থাকে সেক্ষেত্রে আপনার নিচের ছবির মতন দেখাবে

স্মার্ট কার্ড চেক করার নিয়ম(সেরা দুই উপায়ে)

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করার জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে |এবং টাইপ করুন SC<NID< ভোটার স্লিপ নাম্বার অথবা জাতীয় পরিচয় পত্র নম্বার |এবং পাঠিয়ে দিন105 এই নম্বরে| ফিরতি মেসেজের মাধ্যমে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে|

স্মার্ট কার্ড ডাউনলোড

অনলাইন থেকে স্মার্ট কার্ড চেক করার পরে সেটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব? এরকম অনেকেই প্রশ্ন করে থাকেন| আসলে অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না| অনলাইনে শুধু nid smart card check করতে পারবেন| তবে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন|

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *