কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন
প্রথমেই জানিয়ে রাখি, সবার জন্য নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা প্রয়োজন হয় না। এই লেখাটিতে আলোচনা করা হবে কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন এবং কাদের জন্য ভোটার হওয়ার অঙ্গীকারনামা প্রয়োজন হয় এই সম্পর্কে।
অঙ্গীকারনামা বলতে বুঝানো হয় একটি চুক্তিপত্র, যার মাধ্যমে দুপক্ষের একই সম্মতি থাকে। এক স্ট্যাম্প পেপারে দুপক্ষের মধ্যে যে চুক্তি হয়ে থাকে তা লিখিত করা হয়, এই পদ্ধতিকে অঙ্গীকারনামা বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে নতুন ভোটার হওয়ার জন্য অঙ্গীকারনামা প্রয়োজন হয়।
আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে গেছেন কিন্তু নির্বাচন অফিস থেকে আপনার কাছে অঙ্গীকারনামা দাবি করেছে সেক্ষেত্রে এই আর্টিকেলটি দেখে কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন তা জানতে পারবেন।
ভোটার হওয়ার জন্য অঙ্গীকারনামা কেন প্রয়োজন হয়
আমরা পূর্বেই জেনেছি সবার ক্ষেত্রে নতুন ভোটার হওয়ার জন্য অঙ্গীকারনামা প্রয়োজন নেই। সাধারণত প্রতিবছরের নতুন ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কার্যক্রম চলে থাকে, এছাড়াও যেকোনো সময় নির্বাচন অফিসে যোগাযোগ করে অথবা অনলাইনের মাধ্যমে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
একজন নাগরিকের বয়স ১৮ বছর হলে, ভোটার হওয়ার পূর্ণাঙ্গ সুবিধা থাকার পরেও যদি সে ভোটার না হয় এবং নাগরিকের বয়স যদি বেশি হয় এই সকল ক্ষেত্রে অঙ্গীকার নেওয়া প্রয়োজন হয়। এই সকল ক্ষেত্রে অঙ্গীকার নামা চাওয়া হয় কারণ ওই ব্যক্তি পূর্বে ভোটার হয়েছে কিনা, তা জানার জন্য।
যদি পূর্বে একবার ভোটার হয়ে থাকেন এবং পুনরায় ভোটার হওয়ার জন্য আবেদন করে তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও দ্বিতীয়বার ভোটার হওয়া কোনোভাবেই সম্ভব নয় কেননা একজন নাগরিকের সকল তথ্য বাংলাদেশ সরকারের অধীনে অনলাইন ডাটা বেজে সংরক্ষণ করা থাকে।
কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন
নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা লেখার ক্ষেত্রে কিছু বিষয় উপস্থিত থাকতে হবে যা বাধ্যতামূলক। যেমন কেন আপনি এতদিন ভোটার হননি, এবং আপনার সম্পূর্ণ পরিচয়, পুনরায় কখনো ভোটার হয়েছেন কিনা এই সকল তথ্য।
আপনি পূর্বে কখনো ভোটার নিবন্ধন করেননি, পূর্বে কখনো ভোটার নিবন্ধন করেছেন এমন তথ্য পাওয়া গেলে আপনার উপরে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে ভোটার অঙ্গীকারনামা প্রদান করা হয়। অঙ্গীকারনামা একটি স্ট্যাম্পে সুন্দরভাবে লিখে দিতে পারবেন এবং অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে যথাযথ তথ্য পূরণ করে জমা দিতে পারবেন।
ভোটার হওয়ার অঙ্গীকার নামা টেমপ্লেট
অঙ্গীকার নামা
এই মর্মে অঙ্গীকার করছি যে আমি _________ , পিতা _______, মাতা ________, গ্রাম__________, পোস্ট________, উপজেলা_________, জেলা___________, অত্র এলাকার একজন বাসিন্দা।
___________ কারণে ভোটার নিবন্ধন কার্যক্রমের সময় এলাকায় উপস্থিত হয়ে যথা সময়ে ভোটার হতে পারিনি, তাই এখন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করছি। এবং আমি আরো অঙ্গীকার করছি যে, ইতিপূর্বে কোথাও ভোটার নিবন্ধন করিনি। যেহেতু দ্বৈত ভোটার নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু ভবিষ্যতে আমি দ্বৈত ভোটার প্রমাণিত হলে বাংলাদেশ নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে যে সকল আইনত ব্যবস্থা গ্রহণ করবে তা আমি নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য থাকিব।
এমতবস্থায় আমাকে নুতন ভোটার করার জন্য আপনার কাছে সবিনয় নিবেদন করছি।
(স্বাক্ষর)
___ __________
পিতা: ______________
গ্রাম:_________________
উপজেলা:______________
ভোটার হওয়ার অঙ্গীকার নামার লেখার পদ্ধতি
ভোটার হওয়ার অঙ্গীকারনামা লেখার জন্য প্রথমে লিখবেন “এই মর্মে অঙ্গীকার করছি যে আমি” এরপরে আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এরপরে লিখবেন “অত্র এলাকায় একজন বাসিন্দা”
তারপরে আপনার সঠিক সময়ে ভোটার না হতে পারার কারণ উল্লেখ করে, আপনি নির্দিষ্ট সময়ে ভোটার কার্যক্রমের সময় এলাকায় উপস্থিত হয়ে ভোটা নিবন্ধনের জন্য আবেদন করতে পারেননি তা উল্লেখ করবেন।
এরপরে আপনি অঙ্গীকার করবেন ইতিপূর্বে কোথাও ভোটার হয়েছেন কিনা, এবং যদি ইতিপূর্বে কোন জায়গায় ভোটার হয়ে থাকেন তা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে প্রমাণিত হলে তারা আইন অনুযায়ী যে পদক্ষেপ গ্রহণ করবে তা আপনি নির্দ্বিধায় মেনে নিবেন।
এগুলো উল্লেখ করে জনাবের বরাবর নতুন ভোটার হওয়ার জন্য সবিনয় নিবেদন করবেন। এরপরে আপনার স্বাক্ষর দিবেন, পিতার নাম লিখবেন, গ্রাম উল্লেখ করবেন এবং উপজেলা উল্লেখ করবেন।
নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
নতুন ভোটার অঙ্গীকার নামা PDF
প্রিয় পাঠকবৃন্দ, কিভাবে নতুন ভোটার হওয়ার অঙ্গীকার নামা লিখবেন এই সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। আপনারা কষ্ট করে অঙ্গীকারনামা না লিখে সরাসরি পিডিএফ ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
পিডিএফ ফাইল ডাউনলোড করে শুধুমাত্র ফাকা স্থানগুলোতে আপনার নিজস্ব তথ্য বসিয়ে। নিচে আপনার স্বাক্ষর, পিতা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা বসিয়ে নতুন ভোটার অঙ্গীকারনামা পিডিএফ পূরণ করবেন। ডাউনলোড করতে ক্লিক করুন – নতুন ভোটার অঙ্গীকারনামা পিডিএফ ফাইল।