ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করুন
পূর্বে ভোটার নিবন্ধন আবেদন করেছেন।এখন আপনার কাছে ভোটার স্লিপ আছে। জানতে চান কিভাবে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করবেন।
এছাড়া আপনার কাছে যদি ফরম নাম্বার থাকে উক্ত ফরম নাম্বার দিয়ে খুব সহজেই অনলাইন থেকে NID card Download করতে পারবেন।
নতুন ভোটার হালনাগাদ কর্মসূচিতে নাম লিখেছেন কিন্তু আপনার আইডি কার্ড সংগ্রহ করতে পারেননি। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে নিজেই নিজের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার পরে আপনার আইডি কার্ড অনলাইন হয়ে গেলে আপনাকে কৃষি অফিস থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এরপরে আপনার কাছে থাকা ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন।NID স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড অনলাইন কপি সংগ্রহ করার জন্য NIDW ওয়েবসাইটে গিয়ে আপনার কাছে থাকা ভোটার স্লিপ নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে NID card Download করতে পারবেন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে যা লাগবে
ভোটার স্লিপ নাম্বার/ফর্ম নাম্বার/ টোকেন নম্বর দিয়ে অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। যেমন
- ভোটার স্লিপ নাম্বার/ফরম নাম্বার/ টোকেন নাম্বার
- ঠিকানা(স্থায়ী ও বর্তমান ঠিকানা-বিভাগ, জেলা ও উপজেলা)
- মোবাইল নাম্বার( যেই মোবাইলে আপনার সিম রয়েছে সেই মোবাইলটি সাথে থাকতে হবে)
- একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার(অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক)
এসব তথ্য দ্বারা একজন ব্যক্তি তার Face Verification সম্পন্ন করার মাধ্যমে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। অবশ্যই ফেস Verification করার জন্য ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার জন্য ভিজিট করুন NIDW ওয়েবসাইটে । উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে ভোটার স্লিপ নম্বর,জন্ম তারিখ প্রদান করে একটি একাউন্ট তৈরি করতে হবে। এরপরে ঠিকানা, মোবাইল নাম্বার , এবং ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করে NID Application System থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করুন।
ভোটার স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড বের করার ধাপসমূহঃ
# ধাপ ১ঃ services.nidw.gov.bd/ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন
অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে। এরপরে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে।
এখন,
- প্রথমে আপনার কাছে থাকা ভোটার স্লিপ নাম্বার দিন।
- দ্বিতীয় ঘরে জন্ম তারিখ প্রদান করুন।
- এর পরে একটি ক্যাপচা পূরণ করতে হবে
- এবং শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ যেকোনো কারণে যদি সঠিক ভোটার স্লিপ নম্বর ও জন্ম তারিখ দেয়ার পরেও Error আসে তখন নয় সংখ্যার ভোটার স্লিপ নাম্বারের আগে NIDFN এড করে ১৪ সংখ্যার নম্বর দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
# ধাপ ২ঃ স্থায়ী এবং বর্তমান ঠিকানা ভেরিফাই করুন।
তথ্য গুলো ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে ঠিকানা প্রমাণের জন্য বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
এখন,
- বর্তমান ঠিকানা প্রদান করুন।(বিভাগ, জেলা , উপজেলা)
- এবং এরপরে একেই আপনার স্থায়ী ঠিকানা প্রদান করুন।এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
# ধাপ ৩ঃ মোবাইল নাম্বার Verification করুন
পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন।
মোবাইল নাম্বার দেয়া না থাকলে সে ক্ষেত্রে নাম্বার পরিবর্তন বাটনে ক্লিক করে সচল একটি মোবাইল নাম্বার দিন। এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি(OTP) কোড আসবে।ছয় সংখ্যার OTP কোড খালি ঘরে প্রদান করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবদ।
# ধাপ ৪ঃ Face Verification করুন
এখন উপরের দেয়া তথ্যগুলো সঠিক থাকলে এই পর্যায়ে আপনার ফেজ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
ফেস ভেরিফাই করার জন্য Google Play store থেকে NID wallet Apps টি ইন্সটল করে নিন। এবং NID Wallet ব্যবহার করে NIDW ওয়েবসাইটে দেখানো কিউআর (QR)কোডটি স্ক্যান করতে হবে।
QR Code স্ক্যান করার পরে ফেস ভেরিফাই করার জন্য আপনার সামনে একটি ক্যামেরা ওপেন হবে। ফেস ভেরিফিকেশন করার ক্যামেরার সোজাসুজি মুখমন্ডল রাখুন। এ সময় চোখের পলক ফেলুন।এবং ডানে ,বামে নাড়াতে হবে। এরপরে ফেজ ভেরিফিকেশন হয়ে গেলে সরাসরি আপনাকে NIDW ওয়েবসাইটে প্রোফাইলে নিয়ে যাওয়া হবে।
# ধাপ ৫ঃ NID Card Download | ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
NID একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে আপনার প্রোফাইলে প্রবেশ করুন। এখানে নাম ও ছবি সহ ব্যক্তির সকল তথ্য চলে আসবে।
এনআইডি কার্ড ডাউনলোড করতে নিচের দিকে স্কুল করে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার কাঙ্খিত ভোটার আইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। উক্ত পিডিএফ টি যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে লেমিনেটিং করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড নিয়ে জিজ্ঞাসা ও উত্তর(FAQ)
ভোটার স্লিপ দিয়ে কিভাবে আইডি কার্ড ডাউনলোড করব?
Services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফরম নম্বর, এবং জন্ম তারিখ , স্থায়ী এবং বর্তমান ঠিকানা , মোবাইল নাম্বার ভেরিফাই , ও ফেস Verification করে NIDW ওয়েবসাইট থেকে আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন
ভোটার স্লিপ নম্বর হারিয়ে গেলে কি করতে হবে?
অনলাইন থেকে নিবন্ধিত আইডি কার্ড বেরকরার জন্য অবশ্যই আপনার কাছে ভোটার স্লিপ / ফরম নাম্বার থাকতে হবে। কোন কারনে স্লিপ নাম্বার হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। অথবা আপনার নিকটস্থ থানায় একটা জিডি করুন। উক্ত জিডির কপি নিয়ে নির্বাচন অফিসে গেলে আপনাকে স্লিপ নাম্বার জানিয়ে দেয়া হবে।